Solution
Correct Answer: Option C
সৈয়দ ওয়ালীউল্লাহ এর ছদ্মনাম হল আবু শরিয়া । তিনি ছদ্মনামে বহু সাহিত্য রচনা করেন এবং ভোরের আলো পত্রিকা সম্পাদনা করেন।
উপন্যাসঃ
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাদো নদী কাঁদো ।
গল্পগ্রন্থঃ
- নয়নচারা (১৯৫১)
- দুই তীর ও অন্যান্য গল্প (১৯৬৫)
নাটকঃ
- বহিপীর (১৯৬০),
- তরঙ্গভঙ্গ (১৯৭১)
- উজানে মৃত্যু (১৯৬৩)
- সুড়ঙ্গ (১৯৬৪)