জালি লাউয়ের ডগার মতোন বাহু দুখানা সরু- কার সম্বন্ধে বলা হয়েছে?
Solution
Correct Answer: Option B
- জসীমউদ্দিন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- তাঁর সৃষ্টির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থ।
- ১৯২৯ সালে প্রকাশিত এই কাব্যটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছে।
- এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র রুপাই।
- উদ্ধৃতিটি কাব্যগ্রন্থের রুপাই সম্পর্কে বলা হয়েছে।
- কবি রুপাইকে বর্ণনা করেছেন, "কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া"।