Solution
Correct Answer: Option B
- নর্মদা নদী মধ্য ভারতের একটি নদী।
- নর্মদা নদীর অপর নাম "রেবা" ।
- এটি ভারতীয় উপমহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী।
- উত্তর ভারতের একটি নদী এবং যমুনার একটি উপনদী হচ্ছে বেত্রবতী ।
- এটি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের ঠিক উত্তরে বিন্ধ্য পর্বতমালা (রাইসেন) থেকে উৎপন্ন হয়েছে এবং উত্তর পূর্ব দিকে মধ্যপ্রদেশ এবং ওড়ছা হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত প্রবাহিত হয়।