কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হলে পাতার কাজ করে?

A ফার্ন

B ফণিমনসা

C আদা

D পাথরকুচি

Solution

Correct Answer: Option B

ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে। 
- আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কাণ্ড। 
- পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহয্যে বংশবৃদ্ধি করে। 
- ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions