রক্তের লোহিত কণিকার কাজ কি?

A অক্সিজেন বহন করা

B নাইট্রোজেন বহন করা

C কার্বন ডাই অক্সাইড বহন করা

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার বা মাইক্রোলিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা হল গড়ে 5 মিলিয়ন এবং প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকেদের রক্তে লোহিত কণিকার সংখ্যা হল 4.5 মিলিয়ন।
- এর লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন।
- রক্ত দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান । লোহিত রক্তকণিকা অক্সিহিমোগ্লোবিনরূপে কোষে অক্সিজেন পরিবহন করে ।
- শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে দেহকে রক্ষা করে ।
- অনুচক্রিকা দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions