পানিকে বরফে পরিণত করলে এর আয়তন-
A বাড়ে
B কমে
C প্রথমে বাড়ে পরে কমে
D একই থাকে
Solution
Correct Answer: Option A
পদার্থকে তরল থেকে কঠিনে পরিণত করলে আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে ব্যতিক্রম। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। এজন্য শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় যখন পানি বরফে পরিণত হয়।