পঁচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?

A    ইথেন

B    এসিটিলিন

C    হাইড্রোজেন সালফাইড

D    হিলিয়াম

Solution

Correct Answer: Option C

ডিম পঁচে গেলে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এবং পঁচা ডিমের দুর্গন্ধের জন্য এ গ্যাসটিই দায়ী। ইথেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে ধাতু ঝালাই কাজে ব্যবহৃত হয়। হিলিয়াম একটি বর্ণহীন , গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি বেলুন ও উড়োজাহাজে ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions