আর কত দূরে নিয়ে যাবে___সুন্দরী, শূন্য স্থানে কি বসবে?

A আমাকে

B তুমি

C মোরে

D ওগো

Solution

Correct Answer: Option C

- আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী? বল কোন পারে ভিডিবে তোমার সোনার তরী.
- পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কাব্যের অন্তগর্ত 'নিরুদ্দেশ যাত্রা' কবিতার অন্তগর্ত।

- 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' এ উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। 



Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions