‘হুতোম প্যাঁচার নক্সা’ কোন জাতীয় রচনা?
Solution
Correct Answer: Option A
- হুতোম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন পর্যায়ে রচিত একটি গদ্য উপন্যাস।
- যা তিনি "হুতোম প্যাঁচা" ছদ্মনামে লিখেছেন।
- এটি মূলত ব্যঙ্গ-বিদ্রূপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা।
- কালীপ্রসন্ন সিংহ বাংলা ভাষা অনুশীলনের জন্য ‘বিদ্যোৎসাহিনী সভা’ (১৮৫৩), ‘বিদ্যোৎসাহিনী পত্রিকা’, ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ’ প্রতিষ্ঠা করেছিলেন।
- ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রথম আধুনিক মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ রচনার জন্য এই বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।