জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে?

A তারেক মাসুদ

B সৈয়দ শামসুল হক

C আমজাদ হোসেন

D জহির রায়হান

Solution

Correct Answer: Option D

- জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি তার পরিবারের সাথে কলকাতা হতে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) স্থানান্তরিত হন।
- তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রটি পরিচালনা করেন জহির রায়হান।

• জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রের সমূহ:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- আনোয়ারা
- কখনও আসেনি
- কাজল
- লেট দেয়ার বি লাইট 
- কাঁচের দেয়াল
- বেহুলা
- বাহানা
- সঙ্গম প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions