প্রাপ্ত বয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত?
A প্রায় ৫০ ভাগ
B প্রায় ৫৫ ভাগ
C প্রায় ৬০ ভাগ
D প্রায় ৭০ ভাগ
Solution
Correct Answer: Option C
পানি দেহের এক আবশ্যিক প্রাণশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ওজনের ৬০ শতাংশ এবং মহিলার দেহের ওজনের ৫০ শতাংশ হচ্ছে পানি।