৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু. কত?
Solution
Correct Answer: Option C
সূত্রঃ
১। ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু. / হরগুলো গ.সা.গু. ।
২. ভগ্নাংশের গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু. / হরগুলোর ল.সা.গু. ।
এখানে, ৩, ১ ও ২ এর ল.সা.গু. = ৬
৫, ৪ ও ৩ এর গ.সা.গু. = ১
সুতরাং, ৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু. = ৬/১ = ৬