কত ডিগ্রী তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Solution
Correct Answer: Option B
- অধিকাংশ পদার্থের ক্ষেত্রে, তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়ে। কিন্তু পানির ক্ষেত্রে এটি একটু ভিন্ন।
- পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°C (সেলসিয়াস) বা 39.2°F (ফারেনহাইট) তাপমাত্রায়।
- 4°C-এ পানির অণুগুলি এমনভাবে সাজানো থাকে যে তারা সবচেয়ে কাছাকাছি আসে।
- এই তাপমাত্রায় পানির মধ্যে সবচেয়ে কম ফাঁকা জায়গা থাকে।