সনেটের শেষ অংশ কে কি বলে?
A ষষ্টক
B শেশ সপ্তম
C অষ্টক
D ষষ্ঠী
Solution
Correct Answer: Option A
- চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।
- এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।