’তোমাকে অভিবাদ প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে?
Solution
Correct Answer: Option D
শহীদ কাদরী (১৪ আগস্ট ১৯৪২ - ২৮ আগস্ট ২০১৬) ছিলেন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ১৯৪৭-পরবর্তীকালের বাঙালি কবিদের মধ্যে উল্লেখযোগ্য যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। তাঁর প্রকাশিত কাব্য-
-উত্তরাধিকার (১৯৬৭),
-তোমাকে অভিবাদন, প্রিয়তমা (১৯৭৪),
-কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮),
-আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯) ইত্যাদি।