What does the word e-mail means?
A electric means of writing
B evil of mail
C electoronic mail
D excel in mailing
Solution
Correct Answer: Option C
- ইমেইল কথাটির মানে হলাে ইলেক্ট্রনিক মেইল (Electronic Mail) বা ইলেক্ট্রনিক চিঠি।
- ইমেইলের মাধ্যমে আমরা কোনাে লেখা বা ছবি অন্য যেকোনাে ইমেইল ঠিকানায় ইলেক্ট্রনিকভাবে পাঠাতে পারি।
- যাদের ইমেইল ঠিকানা থাকে তাদের প্রত্যেকের একটি করে মেইল বক্স (Mail box) থাকে।
- বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন ইমেইল প্রটোকলগুলোর মধ্যে SMTP, POP3 এবং IMAP উল্লেখযোগ্য।
- প্রতিটি প্রটোকল এর কার্যক্রম আলাদা এবং একেকটি একেক উদ্দেশ্যে ব্যবহৃত হয়।