অ্যারোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিস্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হলো-
Solution
Correct Answer: Option A
-অ্যারোপ্লেন ,বেলুন উড়ানো ও ডুবুরিদের কাছে যে নিষ্কিয় গ্যাস প্রয়োজন,তা হলো হিলিয়াম।
-এছাড়াও হিলিয়াম অদাহ্য বলে বেলুনে হাইড্রোজেন গ্যাসের বদলে এটি ব্যবহার করা হয়।
-এর উত্তোলন ক্ষমতা হাইড্রোজেনের ৯২ শতাংশ, তবে এটি হাইড্রোজেন অপেক্ষা দ্বিগুণ ভারী।