বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?

A কুয়েত

B সৌদি আরব

C বাহরাইন

D ইরাক

Solution

Correct Answer: Option D

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথমঃ

প্রথম দেশ ভূটান/ভারত -০৬ ডিসেম্বর, ৭১,

সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড - ১২ জানুয়ারি, ১৯৭২,

প্রথম ওশেনিয়া দেশ টোঙ্গা -২৫ জানুয়ারী, ১৯৭২,

প্রথম আফ্রিকান এবং মুসলিম দেশ সেনেগাল -১ ফেব্রুয়ারি, ১৯৭২,

প্রথম আমেরিকান দেশ বার্বাডোস- ২০ জানুয়ারি, ১৯৭২,

প্রথম অনাআরব মুসলিম দেশ -মালয়েশিয়া ২৫ ফেব্রুয়ারি, ১৯৭২,

প্রথম আরব দেশ ইরাক - ৮ জুলাই, ১৯৭২,

প্রথম ইউরোপীয় দেশ- পূর্ব জার্মানি- ১১ জানুয়ারী ১৯৭২।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions