কোথায় সারা বছরই দিন-রাত্রি সমান থাকে?
A কর্কটক্রান্তি অঞ্চলে
B মকরকান্তি অঞ্চলে
C মেরু অঞ্চলে
D বিষুবীয় অঞ্চলে
Solution
Correct Answer: Option D
বিষুবীয় অঞ্চলে সারা বৎসর দিন ও রাত্রি সমান থাকে। কারণ বিষুবরেখা পৃথিবীর কেন্দ্রগামী। সূর্যের সাথে কেন্দ্র আপেক্ষিক অবস্থায় সারা বৎসর সমান থাকে।