’নাট্যচার্য’ হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
Solution
Correct Answer: Option D
- সেলিম আল দীন (১৮ই আগস্ট, ১৯৪৯-১৪ই জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক।
- স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- হরগজ,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- কীর্তন খোলা,
- হাতহদাই,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- নিমজ্জন ইত্যাদি।