Correct Answer: Option C
'সার্ধশত' শব্দটির অর্থ = ১৫০ । এটি ক্রমবাচক শব্দ।
আরও কিছু তথ্য দেখে নিনঃ
- জুবিলীর (Jubilee) অর্থ হলো উত্সব মুখর পরিবেশে জন্মতিথি পালন। আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী।
- ১০ বছর পূর্তিকে বলা হয়: দশক জয়ন্তী।
- ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী।
- ৪০ বছর পূর্তিকে বলা হয়: রুবি জয়ন্তী।
- ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী।
- ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী।
- ৭০ বছর পূর্তিকে বলা হয়: ডায়মন্ড জয়ন্তী (কখনও কখনও হীরক জয়ন্তী বলা হলেও, এটি সাধারণত ৬০ বছরের জন্য ব্যবহৃত হয়)।
- ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী।
- ৮০ বছর পূর্তিকে বলা হয়: ওক জয়ন্তী।
- ৯০ বছর পূর্তিকে বলা হয়: গ্রানাইট জয়ন্তী।
- ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ।
- ১২৫ বছর পূর্তিকে বলা হয়: কোয়ার্টার মিলেনিয়াম।
- ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত।
- ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions