জসীমউদ্‌দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?

A গোপালগঞ্জ

B ফরিদপুর

C রাজবাড়ী

D মাদারীপুর

Solution

Correct Answer: Option B

- 'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহীমুদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
- 'পল্লীকবি জসীমউদদীনের কবিতার এই আসমানী কোনো কল্পনা ছিল না।
- আসমানী অতিসাধারণ এক মেয়ের নাম।
- পল্লীকবি জসীমউদদীনের আসমানী কবিতার সেই 'আসমানী' র বাড়ী ফরিদপুরে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions