গঠনরীতি অনুযায়ী বাক্য কত প্রকার?

A পাঁচ প্রকার

B চার প্রকার

C দুই প্রকার

D তিন প্রকার

Solution

Correct Answer: Option D

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, কোনো ভাষায় যে উক্তির স্বার্থ‘ক‘তা আছে এবং গঠ‘নে‘র দিক থেকে যা স্বয়ং‘সম্পূর্ণ, সেরূপ একক উক্তি‘কে ব্যাকরণে বাক্য বলে। গঠনরীতি অনুযায়ী বাক্য ৩ প্রকার। যথা:
- সরল বাক্য,
- মিশ্র বা জটিল বাক্য ও
- যৌগিক বাক্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions