বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার (১৭.০৪.১৭) (99 টি প্রশ্ন )

রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় । যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুত খরচ একই হয়, কারণ সবসময় বিদ্যুত প্রবাহ একই থাকে । 


চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয় । এই গ্যাস চিপসকে মচমচে ও শুষ্ক রাখে । 


মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ বিভক্ত । উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয় । ব্যাঙের হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠ থাকে । 


Note: FAO এবং WHO'র গাইডলাইন অনুযায়ী মানবদেহের শক্তির ১০-১৫% আসা উচিত আমিষ থেকে । আর এ আমিষের কমপক্ষে ২০ ভাগে আসতে হবে প্রাণিজ আমিষ থেকে ।  


অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয় । চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না । তবে ডায়াবেটিস রোগীকে যথাসম্ভব চিনি (শর্করা) জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয় । 


কারাগারে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ । ১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি লিখেছিলেন এ জীবনী গ্রন্থটি । বর্তমানে বেশ কয়েকটি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' অনুদিত হয়েছে । 


-শাপলা চত্বর রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের প্রাণকেন্দ্রে স্থাপিত একটি বিশালাকার শাপলা ফুলের ভাষ্কর্য ।
-ঝরনা দ্বারা বেষ্টিত এ ভাষ্কর্যটির স্থপতি আজিজুল জলিল পাশা । 


ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলান জমিদার মীর্জা গোলাম পীর । সাদা মার্বেলের ৩টি গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে । 


বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাস বা ব্যাসার্ধের বর্গের সমানুপাতে বাড়ে । যেমন ব্যাস ২ গুণ বাড়লে ক্ষেত্রফল বাড়বে ৪ গুণ । তাই বৃত্তের ব্যাস ৩ গুণ বাড়াতে ক্ষেত্রফল হবে ৯ গুণ । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 ক. ৯১ = ৭ × ১৩  

খ. ৮৭ = ৩ × ২৯ 

গ. ৬৩ = ৩ × ২১ 

ঘ. ৫৯ = ১ × ৫৯ 

       মৌলিক সংখ্যাটি ৫৯ । 


মনে করি, সংখ্যা তিনটি যথাক্রমে x, x + y ও x + ১ + ১ বা x + ২  

 প্রশ্নমতে,  

          x + x + ১ + x + ২ = ১২৩ 

       বা, ৩x = ১২০ 

       বা,  x = ৪০ 

       ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল = x (x + ১) = ৪০ (৪০+১) 

                                           = ৪০ × ৪১ = ১৬৪০ 


১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ও ৯৭ । এদের মোট সংখ্যা ২৫টি । 


মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাস্কলিন ডি রুজভেল্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন । অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেমস মনরো এবং হ্যারি এস ট্রম্যান ৭ বছর করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন । 


দ্বি-কক্ষবিশিষ্ট জাপানের আইনসভার নাম 'ডায়েট' । এর নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষের নাম হাউজ অব কাউন্সিলর্স । 


IMF -এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের 'ওয়াশিংটন ডিসি' -তে অবস্থিত । সুইজারল্যান্ডের জেনেভায় ILO, WMO, WIPO, WHO, WTO,UNCTAD প্রভৃতি সংস্থার সদর দপ্তর অবস্থিত । FAO,IFAD ও WFP -এর হেড কোয়ার্টায় অবস্থিত ইতালির রোমে । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত UN, UNICEF. UNDP, ও UNFPA সংস্থার সদর দপ্তর । 


৮ ডিসেম্বর ১৯৮৫ সার্ক আনুষ্ঠানিকভাবে গঠন বা প্রতিষ্ঠা করা হয় । দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং সহযোগিতা করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয় । যার রূপকার ছিলেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । এর সচিবালয় নেপালের কাঠকাণ্ডুতে অবস্থিত । 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে । যার মধ্যে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ চার মূলনীতির কথা উল্লেখ আছে । এছাড়া বাংলাদেশ সংবিধানকে ১১টি ভাগে ভাগ করা হয়েছে । 


১৯৯৯ সালে ৭ম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে এবং ১৭ মে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল । এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিল আমিনুল ইসলাম বুলবুল । 


'সূর্য-দীর্ঘল বাড়ী' উপন্যাসের রচয়িতা আবু ইসহাক । ১৯৫৫ সালে উপন্যাসটি প্রকাশিত হয় । এটি তার প্রথম গ্রন্থ ও উপন্যাস । এ উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার ইত্যাদি বিশেষভাবে তুলে ধরার কারণে এটি হয়ে ওঠেছে গ্রামীণ জীবনের অথার্থ উপস্থাপনা । উক্ত উপন্যাসের কয়েকটি চরিত্র, জয়গুন, তার ছেলে হাসু, মেয়ে মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু প্রধান । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

'সুপ্রিম কোর্ট' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অভিভাবক । এর দুটি ডিভিশন রয়েছে । যথাঃ অপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ । 


প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে 'আন্তর্জাতিক পরিবেশ দিবস' পালন করা হয় । এ দিবসটি আর্থ ডে বা ধরিত্রী দিবসের অনুগামী । অন্যদিকে, ২১ মার্চ বিশ্ব বনদিবস, বিশ্ব কবিতা দিবস, আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ও আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস । 


১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় । কিন্তু, মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ১০ এপ্রিল ১৯৭১ । এ সময় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে । দেশের প্রথম বা অস্থায়ী সরকারের রাজধানী ছিল মুজিবনগরে । 


'স্বাধীনতা সংগ্রাম' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত । ৭ মার্চ ১৯৯৯ সালে এটি উদ্বোধন করা হয় । এর স্থপতি শামীম সিকদার । স্মরণ ও সংশপ্তক ভাষ্ক্রর্য যথাক্রমে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত । 


বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার কামরুল হাসান । তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরষ্কার ও সম্মানে ভুষিত হলেও বিশেষ করে তার 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনের প্রেক্ষিতে যথাক্রমে যুগোশ্লোভিয়া সরকার (১৯৮৬) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে । ৬ জুন ১৯৭০ শিবনারায়ণ দাস জাতীয় পতাকার প্রথম নকশা তৈরি করেন ।  


    ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = πr2  

 এবং  " (r+n) "   "   = π(r+n)2    

        2 × πr2  = π(r+n)2      

  => 2r2  = (r+n)2  

 => √2r = r + n 

 => √2r - r = n 

 => r = n/(√2-1) 

 => r = n(√2 + 1)/(√2-1) (√2 + 1)       [লব ও হরকে (√2 + 1) দ্বারা গুণ করে । ] 

 => r = n(√2 + 1) 


ঘনকের কর্ণের দৈর্ঘ্যর = √a2 + b2 +a2       

  = √3a2  

 = √3a 


ABC ত্রিভুজ এ 

    6∠A = 7∠B   

বা, 6× y = 7∠B

বা, ∠B = 6y/7 

বা, 6x = 6y/7 

বা, x = y/7 

   ∠A + ∠B + ∠C = 180o   

বা, y + 6y/7+ 5x = 180o  

বা, y + 6y/7 + 5.y/7 = 180o  

বা, 7y + 6y + 5y = 180o ×7 

বা,  y = 180o ×7 /18 

      y = 70o    


ধরি, 

আয়তাক্ষেত্রের প্রস্থ বা উচ্চতা = h 

  ব্যাস = 4a 

 সুতরাং বৃত্তের ব্যাসার্ধ r = 4a/2 = 2a 

 সুতরাং, 4a × h = ℼr2  

  বা, 4ah = ℼ × (2a)2   

  বা, h = ℼ × 4a2 /4a 

 বা,  h = ℼa 


ধরি, বহুভুজটির বাহুর সংখ্যা = x 

 সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি 360o  

 সুষম বহুভুজের বাহুর সংখ্যা x হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360o /x) 

   শর্তমতে, 360o /x = 30o  

             x = 12 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 x > y , z < 0,          z এর মান ঋণাত্মক 

 x ও y -এর মান ধনাত্মক বা ঋণাত্নক যাই হোক না কেন- 

 x > y 

 => zx < zy     [z ঋণাত্নক ] 

      x > y 

 => x/z < y/z    [z ঋণাত্নক ] 

     z/x > z/y       [z ঋণাত্নক ] 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0