রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় । যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুত খরচ একই হয়, কারণ সবসময় বিদ্যুত প্রবাহ একই থাকে ।
মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ বিভক্ত । উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয় । ব্যাঙের হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠ থাকে ।
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয় । চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না । তবে ডায়াবেটিস রোগীকে যথাসম্ভব চিনি (শর্করা) জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয় ।
কারাগারে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ । ১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি লিখেছিলেন এ জীবনী গ্রন্থটি । বর্তমানে বেশ কয়েকটি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' অনুদিত হয়েছে ।
-শাপলা চত্বর রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের প্রাণকেন্দ্রে স্থাপিত একটি বিশালাকার শাপলা ফুলের ভাষ্কর্য । -ঝরনা দ্বারা বেষ্টিত এ ভাষ্কর্যটির স্থপতি আজিজুল জলিল পাশা ।
ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলান জমিদার মীর্জা গোলাম পীর । সাদা মার্বেলের ৩টি গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে ।
বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাস বা ব্যাসার্ধের বর্গের সমানুপাতে বাড়ে । যেমন ব্যাস ২ গুণ বাড়লে ক্ষেত্রফল বাড়বে ৪ গুণ । তাই বৃত্তের ব্যাস ৩ গুণ বাড়াতে ক্ষেত্রফল হবে ৯ গুণ ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ও ৯৭ । এদের মোট সংখ্যা ২৫টি ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাস্কলিন ডি রুজভেল্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন । অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেমস মনরো এবং হ্যারি এস ট্রম্যান ৭ বছর করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ।
IMF -এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের 'ওয়াশিংটন ডিসি' -তে অবস্থিত । সুইজারল্যান্ডের জেনেভায় ILO, WMO, WIPO, WHO, WTO,UNCTAD প্রভৃতি সংস্থার সদর দপ্তর অবস্থিত । FAO,IFAD ও WFP -এর হেড কোয়ার্টায় অবস্থিত ইতালির রোমে । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত UN, UNICEF. UNDP, ও UNFPA সংস্থার সদর দপ্তর ।
৮ ডিসেম্বর ১৯৮৫ সার্ক আনুষ্ঠানিকভাবে গঠন বা প্রতিষ্ঠা করা হয় । দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং সহযোগিতা করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয় । যার রূপকার ছিলেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । এর সচিবালয় নেপালের কাঠকাণ্ডুতে অবস্থিত ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে । যার মধ্যে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ চার মূলনীতির কথা উল্লেখ আছে । এছাড়া বাংলাদেশ সংবিধানকে ১১টি ভাগে ভাগ করা হয়েছে ।
১৯৯৯ সালে ৭ম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে এবং ১৭ মে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল । এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিল আমিনুল ইসলাম বুলবুল ।
'সূর্য-দীর্ঘল বাড়ী' উপন্যাসের রচয়িতা আবু ইসহাক । ১৯৫৫ সালে উপন্যাসটি প্রকাশিত হয় । এটি তার প্রথম গ্রন্থ ও উপন্যাস । এ উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার ইত্যাদি বিশেষভাবে তুলে ধরার কারণে এটি হয়ে ওঠেছে গ্রামীণ জীবনের অথার্থ উপস্থাপনা । উক্ত উপন্যাসের কয়েকটি চরিত্র, জয়গুন, তার ছেলে হাসু, মেয়ে মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু প্রধান ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে 'আন্তর্জাতিক পরিবেশ দিবস' পালন করা হয় । এ দিবসটি আর্থ ডে বা ধরিত্রী দিবসের অনুগামী । অন্যদিকে, ২১ মার্চ বিশ্ব বনদিবস, বিশ্ব কবিতা দিবস, আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ও আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস ।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় । কিন্তু, মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ১০ এপ্রিল ১৯৭১ । এ সময় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে । দেশের প্রথম বা অস্থায়ী সরকারের রাজধানী ছিল মুজিবনগরে ।
'স্বাধীনতা সংগ্রাম' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত । ৭ মার্চ ১৯৯৯ সালে এটি উদ্বোধন করা হয় । এর স্থপতি শামীম সিকদার । স্মরণ ও সংশপ্তক ভাষ্ক্রর্য যথাক্রমে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ।
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার কামরুল হাসান । তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরষ্কার ও সম্মানে ভুষিত হলেও বিশেষ করে তার 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনের প্রেক্ষিতে যথাক্রমে যুগোশ্লোভিয়া সরকার (১৯৮৬) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে । ৬ জুন ১৯৭০ শিবনারায়ণ দাস জাতীয় পতাকার প্রথম নকশা তৈরি করেন ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।