বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে (১৯/৪)% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তাঁর মূলধন কত?
A ১৬০০ টাকা
B ১৬০০০ টাকা
C ১৬০০০০ টাকা
D ১৬০০০০০ টাকা
Solution
Correct Answer: Option B
মনে করি, মূলধন = ১০০ টাকা
সুদের হার হ্রাস = ৫%-(১৯/৪)%
=((২০-১৯)/৪)%
=১/৪%
এখন,
সুদ ১/৪ টাকা পেলে আসল ১০০ টাকা
সুদ ১ টাকা পেলে আসল ৪×১০০ টাকা
∴সুদ ৪০ টাকা পেলে আসল ৪×১০০×৪০ টাকা
=১৬০০০ টাকা
∴আসল ১৬০০০ টাকা।