নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম ?
Correct Answer: Option C
Solution: প্রথমে 4/7 এবং 6/7 এর মধ্যে 6/7 বড় কেননা হর সমান হলে যার লব বড় তা ই বড়, সুতরাং 4/7 বাদ
এখন 6/7 এবং 3/4 বা 6/8 এর মধ্যেও 6/7 বড়, কেননা এখানে লব সমান কিন্তু যার হর ছোট সেই বড় তাই 6/8 বাদ ।
6/7 এবং 7/9 ভগ্নাংশ দ্বয়ের মধ্যে আড়াআড়ি গুন করে 54 > 49 তাহলে 6/7 > 7/9
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions