একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেমি কম। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেমি বেশি। অতিভুজের দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option C
ধরি,ভূমি=x সে.মি.
অতিভূজ=x+2 সে.মি.
শর্তমতে , x²+(x-2)²=(x+2)²
বা, x²+x²-4x+4=x²+4x+4
বা, x²-8x=0
বা,x-8=0
∴x=8
∴ অতিভূজ=x+2=8+2=10c.m.