- বাক্যের শূন্যস্থানে adherence (বিশ্বস্ততা) বসালে বাক্যটির অর্থ যথাযথ হয়। - Parliamentary democracy demands discipline and adherence to the rules- সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার দাবি রাখে।
পদগুলোর মান পূর্ববর্তী পদের সাথে পদ সংখ্যা যোগ করলে পাওয়া যায়। ২য় পদ = ১ + ২ = ৩ ৩য় পদ = ৩ + ৩ = ৬ ৪র্থ পদ = ৬ + ৪ = ১০ ৫ম পদ = ১০ + ৫ = ১৫ ৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
Why: - ইংরেজিতে কারণ জানতে প্রশ্ন করা হলে "Why" শব্দটি ব্যবহার করা হয়। - এটি সরাসরি কোনো ঘটনার পেছনের কারণ বা উদ্দেশ্য বোঝার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: - Why are you late? (তুমি দেরি করছ কেন?) - Why is the sky blue? (আকাশ নীল কেন?)
How: - "How" ব্যবহৃত হয় কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় তা জানতে। - উদাহরণ: How do you solve this problem? (তুমি কীভাবে এই সমস্যা সমাধান করবে?)
What: - "What" ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয় জানতে। - উদাহরণ: What is your name? (তোমার নাম কী?)
Who: - "Who" ব্যবহৃত হয় ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে। - উদাহরণ: Who is calling you? (তোমাকে কে ডাকছে?)
- দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)। - এটি ২০০৫ সালে গঠিত হয়। - এটি মূলত রাজশাহী ও রংপুর বিভাগের শহর ও নগরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। - নেসকো কোম্পানি হিসেবে ১ অক্টোবর, ২০১৬ থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ইনসুলিন একটি হরমোন যা অগ্নাশয় (প্যানক্রিয়াস) থেকে নিঃসৃত হয়। "অগ্নাশয়" এবং "প্যানক্রিয়াস" একই জিনিস বোঝায়।
- অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে, যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। - এ হরমোন শরীরে শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে। - অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে ডায়াবেটিস বলে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- যে শক্তি বারবার ব্যবহার করা যায় এবং ব্যবহারের পরও নিঃশেষ হয়ে যায় না, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। - সমুদ্রের ঢেউ, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, সৌরশক্তি ও বায়োমাস নবায়নযোগ্য শক্তির উৎস।
- 'পাছে কোনো কিছু ঘটে এই ভয়ে' অর্থ প্রকাশ করতে lest ব্যবহৃত হয় এবং এর পরে sub + should বসে। - I walked fast lest I should miss the train- পাছে আমি ট্রেন ধরতে না পারি, এই ভয়ে আমি দ্রুত হাঁটলাম।
- Imperative sentence এর active voice থেকে passive voice-এ রূপান্তর করার নিয়ম: Let + object + be + v3. - অর্থাৎ সঠিক Passive form: Let the door be opened.
- Be, being, have, having, get ইত্যাদির পরে মূল verb এর past participle বসে। - The new school is going to be opened next week- নতুন স্কুলটি আগামী সপ্তাহে চালু হতে যাচ্ছে।
- 'A Passage to India' (1924) ইংরেজ লেখক E.M. Forster (Edward Morgan Forster) এর লেখা উপন্যাস। - এটি মূলত ব্রিটিশ রাজা এবং ১৯২০ সালের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর অভিজ্ঞতার আলোকে লেখা উপন্যাস।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - A Room with a View, - Where Angels Fear to Tread, - The Longest Journey, - Howards End.
- সেলিম আল দীন রচিত নাটক 'মুনতাসির' (১৯৮৬)। - নাটকটির প্রথমে নাম ছিল 'মুনতাসির ফ্যান্টাসি'। - পরবর্তীতে তিনি নাটকটি থেকে 'ফ্যান্টাসি' অংশটুকু বাদ দিয়ে শুধু 'মুনতাসির' রাখেন। - এ নাটকে প্রাধান্য পেয়েছে বিশ শতকের আশির দশকের সেনা ও স্বৈরশাসকের কীর্তিকলাপ।
- স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, তাকে কেন্দ্র করেই আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক 'সুবচন নির্বাসনে' (১৯৭৪)। - সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)। - মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর' (১৯৬৬)।
জসীমউদ্দীনের রচিত নাটকগুলোর মধ্যে বেদের মেয়ে একটি উল্লেখযোগ্য গীতিনাট্য, যা ১৯৫১ সালে প্রকাশিত হয়। এই নাটকটি গ্রামীণ সমাজজীবন এবং বেদে সম্প্রদায়ের জীবনধারা নিয়ে রচিত। এটি তার সাহিত্যকর্মে পল্লীজীবনের সহজ-সরল রূপ এবং মানবিক আবেগকে তুলে ধরার একটি উজ্জ্বল উদাহরণ। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি
জসীমউদ্দীন একজন কবি, শিক্ষাবিদ। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। ‘যে দেশে মানুষ বড়’ একটি ভ্রমণ কাহিনি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত সমাজ সংস্কারক, লেখক ও শিক্ষাবিদ ছিলেন। - ১৮৩৯ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়। - তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়। - তিনি বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দেন৷
- প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। - বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ' (১৮৯২)৷ - ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'৷
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'ব্যথার দান' (ফেব্রুয়ারি, ১৯২২)। - এতে মোট ৬টি গল্প আছে- ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল-বরিষণে, ঘুমের ঘোরে, রাজবন্দীর চিঠি।
- কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধনহারা' (১৯২৭)। - ত্রিশাল গ্রাম ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তাঁর রচিত উপন্যাস 'মৃত্যুক্ষুধা' (১৯৩০)। - স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে তাঁর রচিত রাজনৈতিক উপন্যাস 'কুহেলিকা'।
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। - এ সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সাথে 'ক' যুক্ত হয়। - যেমন: নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক।
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১)। - উপন্যাসটিতে শিক্ষক গাজী রহমান চরিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ফুটে উঠেছে।
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস: - 'দুই সৈনিক' (১৯৭৩), - 'নেকড়ে অরণ্য' (১৯৭৩), - 'জলাঙ্গী' (১৯৭৬)।
অন্যদিকে, - পাহাড়-সমুদ্রঘেরা উপজাতীদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী) জীবনচিত্র নিয়ে আলাউদ্দিন আল আজাদ রচনা করেন 'কর্ণফুলী' (১৯৬২) উপন্যাস। - আবু ইসহাক রচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের মন্বন্তর নামে দুর্ভিক্ষকেন্দ্রিক উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)। - শওকত ওসমান রচিত সামাজিক উপন্যাস 'জননী' (১৯৫৮) এবং মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস 'জননী' (১৯৩৫)।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।