নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (সহকারী শিক্ষক - মাধ্যমিক) - ২০.০১.২০২৪ (70 টি প্রশ্ন )
- বাক্যের শূন্যস্থানে adherence (বিশ্বস্ততা) বসালে বাক্যটির অর্থ যথাযথ হয়।
- Parliamentary democracy demands discipline and adherence to the rules- সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার দাবি রাখে। 

Respectful- শ্রদ্ধাশীল;
knowledge-জ্ঞান; 
awareness- সচেতনতা।
পদগুলোর মান পূর্ববর্তী পদের সাথে পদ সংখ্যা যোগ করলে পাওয়া যায়।
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
Sporadic (বিক্ষিপ্ত) এর synonym হচ্ছে scattered (বিক্ষিপ্ত)।

Consistent- সজ্ঞতিপূর্ণ;
uniform- একরকম পোশাক;
frequent- পৌনঃপুনিক।
দেয়া আছে ,
     x + y = 6 এবং xy = 8
  ∴ (x - y)² = (x + y)² - 4xy
                 = (6)² - 4 × 8
                 = 36 - 32
       ∴ (x - y)² = 4
Why:
- ইংরেজিতে কারণ জানতে প্রশ্ন করা হলে "Why" শব্দটি ব্যবহার করা হয়।
- এটি সরাসরি কোনো ঘটনার পেছনের কারণ বা উদ্দেশ্য বোঝার জন্য ব্যবহৃত হয়।
উদাহরণ:
- Why are you late? (তুমি দেরি করছ কেন?)
- Why is the sky blue? (আকাশ নীল কেন?)

How:
- "How" ব্যবহৃত হয় কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় তা জানতে।
- উদাহরণ: How do you solve this problem? (তুমি কীভাবে এই সমস্যা সমাধান করবে?)

What:
- "What" ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয় জানতে।
- উদাহরণ: What is your name? (তোমার নাম কী?)

Who:
- "Who" ব্যবহৃত হয় ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে।
- উদাহরণ: Who is calling you? (তোমাকে কে ডাকছে?)
- দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)।
- এটি ২০০৫ সালে গঠিত হয়।
- এটি মূলত রাজশাহী ও রংপুর বিভাগের শহর ও নগরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে।
- নেসকো কোম্পানি হিসেবে ১ অক্টোবর, ২০১৬ থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]

- ৩০ এপ্রিল ২০২৪-এ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬,৪৭৭ মেগাওয়াট।
- এর আগের সর্বোচ্চ ছিল ২২ এপ্রিল ২০২৪-এ ১৬,২৩৩ মেগাওয়াট।

তত্যসূত্র: প্রথম আলো। 
- ইনসুলিন একটি হরমোন যা অগ্নাশয় (প্যানক্রিয়াস) থেকে নিঃসৃত হয়। "অগ্নাশয়" এবং "প্যানক্রিয়াস" একই জিনিস বোঝায়।

- অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে, যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়।
- এ হরমোন শরীরে শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে।
- অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে ডায়াবেটিস বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যে শক্তি বারবার ব্যবহার করা যায় এবং ব্যবহারের পরও নিঃশেষ হয়ে যায় না, তাকে নবায়নযোগ্য শক্তি বলে।
- সমুদ্রের ঢেউ, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, সৌরশক্তি ও বায়োমাস নবায়নযোগ্য শক্তির উৎস।
- 'ভ্রমণের উপায়' বুঝাতে preposition হিসেবে on বসে।
- I went there on my bike- আমি আমার বাইকে করে সেখানে গিয়েছিলাম।
'Delete' (মুছে ফেলা) এর antonym হলো insert (নিবিষ্ট হওয়া)।

Error- ভুল;
discrete- পৃথক;
dull - নির্বোধ।
- 'পাছে কোনো কিছু ঘটে এই ভয়ে' অর্থ প্রকাশ করতে lest ব্যবহৃত হয় এবং এর পরে sub + should বসে।
- I walked fast lest I should miss the train- পাছে আমি ট্রেন ধরতে না পারি, এই ভয়ে আমি দ্রুত হাঁটলাম।
- Imperative sentence এর active voice থেকে passive voice-এ রূপান্তর করার নিয়ম: Let + object + be + v3.
- অর্থাৎ সঠিক Passive form: Let the door be opened.
- 'Break out' phrasal verb-টির অর্থ- হঠাৎ শুরু হওয়া।

- The second world war broke out in September, 1939- ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।

- Break through- জোর করে সরানো;
- break away- ভেঙে বের হয়ে আসা;
- break in- বাঁধা দেওয়া।
- Be, being, have, having, get ইত্যাদির পরে মূল verb এর past participle বসে।
- The new school is going to be opened next week- নতুন স্কুলটি আগামী সপ্তাহে চালু হতে যাচ্ছে।
- 'A Passage to India' (1924) ইংরেজ লেখক E.M. Forster (Edward Morgan Forster) এর লেখা উপন্যাস।
- এটি মূলত ব্রিটিশ রাজা এবং ১৯২০ সালের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর অভিজ্ঞতার আলোকে লেখা উপন্যাস।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- A Room with a View,
- Where Angels Fear to Tread,
- The Longest Journey,
- Howards End.
Competent (যোগ্য/উপযুক্ত) এর synonym হলো capable- (উপযুক্ত/সক্ষম)।

Circumspect- সতর্ক;
discrete- পৃথক/ অসংলগ্ন;
prudent- বিচক্ষণ/সতর্ক।
Noun - Economy (মিতব্যয়ীতা)
Verb - Economize (মিতব্যয়ী হওয়া)
Adjective - Economic/economical (অর্থনৈতিক)
Adverb - Economically (অর্থনৈতিকভাবে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শুদ্ধ বানান: annihilation (পূর্ণধ্বংস)।
- সেলিম আল দীন রচিত নাটক 'মুনতাসির' (১৯৮৬)।
- নাটকটির প্রথমে নাম ছিল 'মুনতাসির ফ্যান্টাসি'।
- পরবর্তীতে তিনি নাটকটি থেকে 'ফ্যান্টাসি' অংশটুকু বাদ দিয়ে শুধু 'মুনতাসির' রাখেন।
- এ নাটকে প্রাধান্য পেয়েছে বিশ শতকের আশির দশকের সেনা ও স্বৈরশাসকের কীর্তিকলাপ।

- স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, তাকে কেন্দ্র করেই আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক 'সুবচন নির্বাসনে' (১৯৭৪)।
- সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।
- মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর' (১৯৬৬)।
শুদ্ধ বানান - মুমূর্ষু। 

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।

জসীমউদ্দীনের রচিত নাটকগুলোর মধ্যে বেদের মেয়ে একটি উল্লেখযোগ্য গীতিনাট্য, যা ১৯৫১ সালে প্রকাশিত হয়। এই নাটকটি গ্রামীণ সমাজজীবন এবং বেদে সম্প্রদায়ের জীবনধারা নিয়ে রচিত। এটি তার সাহিত্যকর্মে পল্লীজীবনের সহজ-সরল রূপ এবং মানবিক আবেগকে তুলে ধরার একটি উজ্জ্বল উদাহরণ। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি

জসীমউদ্দীন একজন কবি, শিক্ষাবিদ। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। ‘যে দেশে মানুষ বড়’ একটি ভ্রমণ কাহিনি। 
তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে। 

তাঁর কাব্যগ্রন্থ -
- বালুচর,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী,
- রাখালী,
- ধানক্ষেত,

তাঁর বিখ্যাত গাথাকাব্যগুলো হলো-
- নকশীকাঁথার মাঠ,
- মা যে জননী কান্দে,
- সোজন বাদিয়ার ঘাট,

তাঁর নাট্যগ্রন্থ -
- বেদের মেয়ে,
- মধূমালা,
- পদ্মাপাড়,
-পল্লীবধূ।

তাঁর রচিত ভ্রমণকাহিনি হলো-
- হলদে পরীর দেশ,
- চলে মুসাফির,
- যে দেশে মানুষ বড়।


- যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার;

- যা কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার;
- যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়;
- দমন করা যায় না যাকে- অদম্য।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত সমাজ সংস্কারক, লেখক ও শিক্ষাবিদ ছিলেন।
- ১৮৩৯ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
- তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।
- তিনি বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দেন৷

- প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)।
- বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ' (১৮৯২)৷
- ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'৷

- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুই পদ এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।
- পদ প্রধানত দুই প্রকার।
- যথা: সব্যয় পদ ও অব্যয় পদ।

- আবার, সব্যয় পদ চার প্রকার।
- যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া।

- সুতরাং, আমরা বলতে পারি, পদ ৫ প্রকার।
- যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

উল্লেখ্য, ৯ম-১০ম শ্রেণির নতুন ব্যাকরণে পদকে ৮ ভাগে ভাগ করা হয়েছে।
- যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ।
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'ব্যথার দান' (ফেব্রুয়ারি, ১৯২২)।
- এতে মোট ৬টি গল্প আছে- ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল-বরিষণে, ঘুমের ঘোরে, রাজবন্দীর চিঠি।

- কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধনহারা' (১৯২৭)।
- ত্রিশাল গ্রাম ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তাঁর রচিত উপন্যাস 'মৃত্যুক্ষুধা' (১৯৩০)।
- স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে তাঁর রচিত রাজনৈতিক উপন্যাস 'কুহেলিকা'।
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস।
- এ সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সাথে 'ক' যুক্ত হয়।
- যেমন: নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক।
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১)।
- উপন্যাসটিতে শিক্ষক গাজী রহমান চরিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ফুটে উঠেছে।

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস:
- 'দুই সৈনিক' (১৯৭৩), 
- 'নেকড়ে অরণ্য' (১৯৭৩),
- 'জলাঙ্গী' (১৯৭৬)।

অন্যদিকে, 
- পাহাড়-সমুদ্রঘেরা উপজাতীদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী) জীবনচিত্র নিয়ে আলাউদ্দিন আল আজাদ রচনা করেন 'কর্ণফুলী' (১৯৬২) উপন্যাস।
- আবু ইসহাক রচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের মন্বন্তর নামে দুর্ভিক্ষকেন্দ্রিক উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)।
- শওকত ওসমান রচিত সামাজিক উপন্যাস 'জননী' (১৯৫৮) এবং মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস 'জননী' (১৯৩৫)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ত্ ও দ্‌ এরপর জ্ ও ঝ্‌ থাকলে ত্ ও দ্‌ এর স্থানে জ্‌ হয়।
- যেমন: কুৎ+ঝটিকা (ত+ঝ = জ্ব) = কুজ্ঝটিকা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0