ডেসকো জুনিয়র সহকারী ম্যানেজার -(২২.০৩.২০১৯)[Exam Taker - IBA] (36 টি প্রশ্ন )
নতুন ঘনকটির আয়তন = 3³ + 4³ + 5³ = 216
∴ ঘনকটির দৈর্ঘ্য = (216)1/3= 6 সেমি।
১ম মেশিন,
৪ ঘন্টায় করে ৪০০০ পিস।
১ ঘন্টায় করে ৪০০০/৪ = ১০০০ পিস।

২য় মেশিন,
৬ ঘন্টায় করে ৪০০০ পিস।
১ ঘন্টায় করে ৪০০০/৬ = ৬৬৬ পিস।

যেহেতু তারা পালাক্রমে কাজে তাই,
প্রথম ৪ ঘন্টায় তৈরি করে = (১০০০ + ৬৬৬ + ১০০০ + ৬৬৬) = ৩৩৩২ পিস।
বাকি থাকে = (৪০০০-৩৩৩২) = ৬৬৮ পিস

প্রথম ৪ ঘন্টা কাজ করার পর, আবার প্রথম মেশিন শুরু করবে, তাই প্রথম মেশিনের হিসাব ধরতে হবে,
১০০০ পিস তৈরি হয় = ৬০ মিনিটে
১ পিস তৈরি হয় = ৬০/১০০০ মিনিটে
৬৬৮ পিস তৈরি হয় = (৬০ X ৬৬৮)/১০০০ মিনিটে
= ৪০ মিনিটে।
সুতরাং মোট সময় লাগে = ৪ ঘন্টা ৪০ মিনিট।
দুইজনের বাবা একজনই। তাই তারা বোন।

রিশাদ>রাজু>মিনা
মিনা>রিনা>করিম
∴ এদের মধ্যে সবচেয়ে লম্বা রিশাদ।
H এর দুই ঘর আগের বর্ণ = F
K এর দুই ঘর আগের বর্ণ = I
U এর দুই ঘর আগের বর্ণ = S
J এর দুই ঘর আগের বর্ণ  = H
একইভাবে লিখা যায়,
U এর দুই ঘর আগের বর্ণ = S
V এর দুই ঘর আগের বর্ণ = T
C এর দুই ঘর আগের বর্ণ = A
D এর দুই ঘর আগের বর্ণ = B
মেধাক্রম তৈরি হয়েছে = (১৫+৩০)-১ = ৪৪ জনের। [এক বাদ দেওয়া হয়েছে, কারণ সিয়ামের হিসাব  দুইবার আসছে]
সুতরাং মোট ছাত্র সংখ্যা = ৪৪+৬+১০ = ৬০ জন।
যেহেতু দশকের অঙ্কের সাথে ৬ যোগ করলে মূল সংখ্যাটি বড় হয়ে যায়। তাই তা কোন ভাবেই নতুন প্রাপ্ত সংখ্যার ১/৩ হতে পারে না।
১২ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে বাংলাদেশের প্রথম স্বাধীন বিদ্যুৎ উৎপাদক প্রবর্তন, বার্জ মাউন্টেড খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেড.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যখন রেল স্টেশন এর মূল রুট থেকে অন্য একটি শাখা রেলপথ শুরু হয় তখন সে স্টেশনকে জংশন স্টেশন বলা যেতে পারে। 
- সাধারণত রেলওয়ে জংশনে আগত রেলপথের সংখ্যা সর্বনিম্ন ৩টি হয়। 
- সান্তাহার, পার্বতীপুর, ঈশ্বরদী, আখাউড়া, কাউনিয়া প্রভৃতি জংশন স্টেশন। 
বাংলাদেশের বৃহত্তম রেল জংশন ঈশ্বরদী। 
 
অন্যদিকে 
- কমলাপুর রেলওয়ে স্টেশন (দাপ্তরিক নাম ঢাকা রেলওয়ে স্টেশন) হলো ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন।




 মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থানীয় সরকার গঠিত ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া আম্র-কাননে।শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

 উল্লেখ্য ,বাংলাদেশ সংবিধান ১৫৩ অনুচ্ছেদে দ্বিতীয় ভাগঃরাষ্ট্র পরিচালনার মূলনীতির ১২ নং এ বলা আছে 'ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধিনতা '।কিন্তু তৃতীয় ভাগঃমৌলিক অধিকারের ৪১ নং অনুচ্ছেদে আছে 'ধর্মীয় স্বাধীনতা '
এম এস এক্সেস বা Microsoft Access একটি ডাটাবেস প্রোগ্রাম। মাইক্রোসফট অ্যাক্সেসকে সংক্ষেপে বলা হয় (DBMS), এর পূর্ণরুপ হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System) । যা ব্যবহার করে ডেটাবেসের বিভিন্ন টেবিল তৈরি করা ডেটা এন্টির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়।

এম এস এক্সেল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম না, তবে এটি দিয়ে ছোট ছোট ডাটা ম্যানেজ করা যায়। 

প্রথমবারের মতো জাতীয়ভাবে কৃষিদিবস পালিত হয় ২০০৮ সালের ১ অগ্রহায়ণ, ১৫ নভেম্বর। জাতীয় কৃষি দিবসের প্রতিপাদ্য ছিল ‘কৃষিই সমৃদ্ধি। প্রতিবছর ১ অগ্রহায়ণ এ জাতীয় কৃষি দিবস পালন হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৮৬০ সালের ২০ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে ভিসা মুক্ত ইউপরোপ ভ্রমণ করার লক্ষ্যে শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়।
বাক্যে can not help ,could not help ,worth get used to,mind  প্রভৃতি থাকলে এদের পরবর্তি verb এর সাথে 'ing' যোগ হয়।


নগদে পরিশোধ করা অর্থে To pay in cash ব্যবহিত হয়।আর টাকা চেকের মাধ্যমে চাওয়া অর্থে   Want it to be by  cheque হয়।
Either বা Or দ্বারা যুক্ত দুটো subject এর ক্ষেত্রে শেষের subject অনুযায়ি verb হবে


কোনো নাটকের উল্লেখযোগ্য কোনো ঘটনার বর্ণনা সাধারণত Past indefinite tense এর হয়ে থাকে
To pay/settle/wipe off old scores অর্থ প্রতিশোধ নেয়া বা পুরোনো হিসাব মেটানো।আর শূন্যস্থানে প্রতিশোধ নেয়ার জন্য অপমান করেছিল অর্থ এই Phrase টিই উপযুক্ত।
Pretty penny অর্থ এক গাদা/কাঁড়ি ।অর্থাৎ খরচের ব্যাপারে খুবই ব্যয় বহুল বা very expensive.
Be in two minds about something অর্থ দ্বিধা করা; অনিশ্চিত হওয়া।
Reprieve অর্থ দন্ড আদেশ মওকুফ করা করা। বাক্যের অর্থ ঃবিজয়ের দিনে কিছু সংখ্যক দণ্ড প্রাপ্ত আসামিকে ছেড়ে দেয়া হয়েছিল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Adamant অর্থ অনড়; অনমন্নীয়। Insistent অর্থ দৃঢ়;জেদী।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0