Solution
Correct Answer: Option B
- শওকত ওসমান রচিত গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস ‘জননী' (১৯৫৮)। সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা গোপনে যে কোনো পথ অবলম্বন করতে পারেন, শওকত ওসমান সে কথাই এ উপন্যাসে ব্যক্ত করেছেন। মহেশডাঙ্গার দরিয়াবিবি সন্তান মোনাদিকে আর্থিক সহায়তা দেয়ার জন্য ইয়াকুবের শয্যাসঙ্গিনী হয়। ইয়াকুবের ঔরষে তার গর্ভে সন্তান এলেও সামাজিক সকল বিপত্তি এড়িয়ে অসীম মমতায় তাকে লালন-পালন করে।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘জাহান্নম হইতে বিদায়’ (১৯৭১),
- ‘দুই সৈনিক' (১৯৭৩),
- 'নেকড়ে অরণ্য' (১৯৭৩),
- ‘জলাঙ্গী’ (১৯৭৬),
- ‘বনি আদম’,
- ‘ক্রীতদাসের (১৯৬২),
- ‘আর্তনাদ' (১৯৮৫),
- ‘সমাগম',
- ‘চৌরসন্ধি’,
- ‘রাজা উপাখ্যান’,
- ‘পতঙ্গ পিঞ্জর’,
- ‘রাজপুরুষ'।
উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘জননী' (১৯৩৫) নামে হাসি একটি উপন্যাস আছে।