কোনো দোকানদার ২৬০ কেজি চালের ৩/৫ অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল চার ভাগে ভাগ করে রেখে দিল । প্রতি ভাগে কত কেজি চাল রাখল?

A    ২৬ কেজি

B    ৮ কেজি

C    ১০ কেজি

D    ১০৪ কেজি

Solution

Correct Answer: Option A

 

চাল বিক্রয় করে=২৬০ x ৩/৫ =১৫৬ কেজি

বিক্রয় করার পর চাল অবশিষ্ট থাকে= ২৬০-১৫৬=১০৪ কেজি

প্রতি ভাগে চাল রাখে = ১০৪/৪ = ২৬ কেজি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions