দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

 

A    ৭০

B    ৮০

C    ৯০

D    ১০০

Solution

Correct Answer: Option D

ধরি, ছোট সংখ্যাটি = x

      বড় সংখ্যাটি = (x+১)

প্রশ্নমতে, (x+১)-x=১৯৯

      => x+২x+১-x=১৯৯

      =>২x = ১৯৯-১

     => x = ১৯৮/২

     => x = ৯৯

বড় সংখ্যাটি ৯৯+১=১০০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions