পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

A    ৬:১

B    ৭:১

C    ৮:১

D    ৯:১

Solution

Correct Answer: Option C

 

৭ক + ২ক = ৬৩

৯ক = ৬৩

ক = ৬৩/৯ = ৭

পিতার বয়স = ৭*৭ = ৪৯

পুত্রের বয়স = ২*৭ = ১৪

৯ বছর পূর্বে,

পিতার বয়স = ৪৯ - ৯ = ৪০

পুত্রের বয়স = ১৪ - ৯ = ৫

সুতরাং,

৯ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত= ৪০ ঃ ৫ = ৮ ঃ ১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions