৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের ১(১/২) গুণ পরিমাণ চিনি লাগলে, ময়দা কতটুকু লাগবে?

A    ২২৫ গ্রাম

B    ২৫০ গ্রাম

C    ২৭৫ গ্রাম

D    ৩০০ গ্রাম

Solution

Correct Answer: Option D

 

এই ধরনের অংকে চেষ্টা করবেন সবচে কম বা ছোটটি বের করতে। 

এখানে সবচে' কম লাগবে কিশমিশ 

মনে করি, কিশমিশ 'ক' গ্রাম লাগবে।

চিনি লাগবে ১(১/২) ক বা ৩/২ ক গ্রাম 

ময়দা লাগবে ২*৩/২ক = ৩ক গ্রাম 

ক+ ৩/২ ক + ৩ক = ৫৫০ 

=> (২ক + ৩ক + ৬ক)/২ = ৫৫০ 

=> ১১ক/২ = ৫৫০

=> ১১ক =১১০০

=> ক = ১০০

তাহলে

ময়দা লাগবে ৩০০ গ্রাম 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions