এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

A    ২২ টাকা

B    ২৫ টাকা

C    ১৫ টাকা

D    ১২ টাকা  

Solution

Correct Answer: Option A

 

১ ডজন=১২টি, ১ হালি=৪টি

১২ টি আমের ক্রয়মূল্য ৬০ টাকা

১ টি আমের ক্রয়মূল্য  ৬০/১২ টাকা

৪ টি আমের ক্রয়মূল্য (৬০*৪)১২

                         =২০ টাকা

১০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+১০)=১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা

ক্রয়মূল্য   ১   টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০ টাকা

ক্রয়মূল্য  ২০   টাকা হলে বিক্রয়মূল্য (১১০*২০)/১০০ টাকা

                                          =২২ টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions