একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হয়?  

A    ১০০ টাকা

B    ১০৫ টাকা

C    ১২০ টাকা

D    ১১০ টাকা

Solution

Correct Answer: Option A

 

১০% লাভে বিক্রয় মূল্য = ৫০০ + ৫০০*১০/১০০ = ৫০০ + ৫০ = ৫৫০

সুতরাং, বিক্রয় মূল্য = ৫৫০ টাকা

এখন,

১০% কমে ক্রয় মূল্য হত = ৫০০ - ৫০০*১০/১০০ = ৫০০ - ৫০ = ৪৫০ টাকা

সুতরাং, সেই ক্ষেত্রে লাভ হত = ৫৫০ - ৪৫০ টাকা = ১০০ টাকা

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions