৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও কোন সংখ্যার  গাণিতিক গড়ের সমান?  

A    ৫

B    ৮

C    /৬

D    ১০

Solution

Correct Answer: Option B

 

৬, ৮, ১০ এর এর গাণিতিক গড় (৬+৮+১০)/৩ = ২৪/৩ = ৮

এখন,

ধরি, সংখ্যাটি ক।

তাহলে,

(৭+৯+ক)/৩ = ৮

৭+৯+ক = ২৪

১৬ + ক = ২৪

ক = ২৪ - ১৬ = ৮

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions