“সুশাসন ৪টি স্তম্ভের উপর নির্ভরশীল” এ অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
A জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
B জাতিসংঘ
C বিশ্বব্যাংক
D এশীয় উন্নয়ন ব্যাংক
Solution
Correct Answer: Option C
● বিশ্বব্যাংকের ১৯৯২ সালের Governance and Development প্রতিবেদন ১৯৯৪ সালের Governance: The world Bank's Experience Report অনুযায়ী সুশাসনের উপাদান চারটি। যথা:
১.সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
২. জবাবদিহিতা।
৩. আইনি কাঠামো
৪. স্বচ্ছতা।
● ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভের কথা বলেছেন। যথা:
১. দায়িত্বশীলতা।
২. স্বচ্ছতা।
৩.আইনি কাঠামো।
৪. অংশগ্রহণ।
● বিশ্বব্যাংক (১৯৯৬-২০০৮) দশকে ৬টি মাত্রার কথা উল্লেখ করেছে। যথা:
১. বাক-স্বাধীনতা।
২. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার।
৩. সরকারের কার্যকারিতা।
৪. নিয়ন্ত্রণ গুণ।
৫.আইনের শাসন।
৬. দুর্নীতি দমন।