নিচে প্রতিটি গুচ্ছে তিনটি করে সরলরেখার দৈর্ঘ্য দেয়া আছে। কোন গুচ্ছের সরলরেখাগুলোকে দিয়ে ত্রিভুজ অংকন সম্ভব নয়?

A    ৭, ৬, ১১ সে.মি

B    ৩, ৮, ১৮ সে.মি

C    ১৪, ১২,২৮ সে.মি

D    ২০,৮১৩ সে. মি.

Solution

Correct Answer: Option C

 

ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

(ক)৭, ৬, ১১ সে.মি: ৭+৬>১১

 (খ) ৩, ৮, ১৮ সে.মি ৩+৮>১৮

(গ) ১৪,১২,২৮ সে.মি ১৪+১২<২৮

(ঘ) ২০,৮,১৩ সে. মি.৮+১৩>২০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions