‘মুহুর্তে অভিমান ভোলা’ এ অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়ে থাকে?
A বিড়ালের আড়াই পাক
B ভূঁইফোড়
C বিড়াল তপ্স্বী
D ভেজা বেড়াল
Solution
Correct Answer: Option A
মুহুর্তে অভিমান ভোলা বা বেহায়াপনা অর্থে বিড়ালের আড়াই পা(ক) বাগধারাটি ব্যবহৃত হয়।
- বিড়াল তপস্বী- ভণ্ড সাধু;
- ভিজে বিড়াল- কপটচারী;
- ভূঁইফোড়- অর্বাচীন / নতুন ।