‘বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
A আনিস চৌধুরী
B আনেয়ার পাশা
C শহীদুল্লা কায়সার
D ড. নীলিমা ইব্রাহীম
Solution
Correct Answer: Option D
ড. নীলিমা ইব্রাহিম রচিত উপন্যাস 'বিশ শতকের
মেয়ে' (১৯৫৮)। এ উপন্যাসে তিনি নারীমুক্তি ও নারীর
স্বাবলম্বী হওয়ার বিষয়টি আলোকপাত করেছেন। তিনি
‘আমি বীরাঙ্গনা বলছি' (১৯৯৪) প্রবন্ধগ্রন্থে মুক্তিযুদ্ধের চরম
নির্মম ইতিহাস তুলে ধরেছেন।