Solution
Correct Answer: Option C
একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্নক (রা, এরা,
গুলো, গুলি, দের, রাজি, মালা, সমূহ, গুচ্ছ) বিশেষ্য বা
সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে বচন বলে।
অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত লগ্নক/শব্দ: মালা →
তরঙ্গমালা, পর্বতমালা, মেঘমালা, বর্ণমালা।