রমজান সাহেব তার মাসিক আয় থেকে প্রতি মাসে ২/৫ অংশ বাড়ি ভাড়ায়, ৩/৮ অংশ খাওয়া খরচে ও ১/২০ অংশ অন্যান্য কাজে ব্যয় করেন। মাসের শেষে তিনি ৭০০ টাকা ব্যাংকে জমা দিতে পারেন। তার মাসিক আয় কত ? 

A  ৩০০০ টাকা 

B  ৩৫০০ টাকা 

C  ৪০০০ টাকা 

D  ৪৫০০ টাকা 

Solution

Correct Answer: Option C

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions