একটি সৈন্যদলকে ৮, ১০, ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায় । ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল ?
A ৩০০০
B ৩২০০
C ৩৪০০
D ৩৬০০
Solution
Correct Answer: Option D
নির্ণেয় ল সা গু =২×২×২×৫×৩=১২০ এখন , যেহেতু সৈন্যগুলোকে বর্গাকারেও সাজানো যায় তাহলে সৈন্য সংখ্যা হবে ১২০ এর গুনিতক এবং পূর্ণ বর্গ সংখ্যা । এখানে উল্লেখিত অপশন গুলোর মধ্যে ৩৬০০ ই হচ্ছে ১২০ এর গুনিতক এবং পূর্ণ বর্গসংখ্যা ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions