‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র-

A শশী

B হেরম্ব

C কুবের

D গণেশ

Solution

Correct Answer: Option C

'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ রচনা । এ উপন্যাসটি ১৯৩৬ সালে গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার পূর্বে ১৯৩৪ সাল থেকে 'পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'কুবের' এছাড়া এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ হোসেন মিয়া, গণেশ, ধনঞ্জয়, কপিলা, মালা, শীতলবাবু । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions