বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সাটাইল ইনস্টিউট ও টেক্সাটাইল ইঞ্জিয়ারিং কলেজ ইনস্ট্রাক্টর (ডিটিআই)- ২৭.০৯.২০১৮ (100 টি প্রশ্ন )
বাংলাদেশের ৪৫টি আদিবাসী গোষ্ঠীর মধ্যে চাকমা জাতিগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ । বাংলাদেশে বসবাসরত চাকমারা প্রধানত খেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী । বুদ্ধপূর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হলো 'বিজু' ।
[Note: ১৯৯৬ সালে ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ঠিকানা হয় ঢাকার আগারগাঁওয়ের নতুন ভবনে ২০১৭ সালে । সেখানে চারটি গ্যালারিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে । মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা ৬টি ]
সাফারি পার্ক এক প্রকারের অভয়ারণ্য । যেখানে সকল প্রকার জীবজন্তু অবাধে বিচরণ করতে পারে । এ ধরণের পার্ক প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বন-জঙ্গলকে কেন্দ্র করে গড়ে তোলা হয় । বাংলাদেশের প্রথম সাফারি পার্ক 'বঙ্গবন্ধু সাফারি পার্ক', যা কক্সবাজারের চকোরিয়ায় অবস্থিত ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরালে অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে ১২ মে ২০১৮ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' স্পেসএক্স- এর ফ্যাল্কন-৯ রকেটে করে সফলভাবে কক্ষপথে যাত্রা করে।
♦ বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের – ৫৭ তম দেশ
♦  বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার আছে – ৪০ টি
♦  বিটিভি ব্যবহার করে – এশিয়াস্যাট ৭ নামের স্যাটেলাইট
♦  বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে – ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
♦  বাংলাদেশের এই স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশগুলোসহ – ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও কাজাখস্তান
♦  বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে –২০০৭ সালে
♦  বাংলাদেশে মহাকাশে ১০২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে আবেদন করেছিল জাতিসংঘের – আন্তর্জাতিক টেলিযোগাযোগ
♦  ইউনিয়নে, ২০০৭ সালে বাংলাদেশের এই আবেদনের উপর আপত্তি করেছিল– ২০ টি দেশ
♦  বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “বাংলাদেশ সরকার কিনে নেয় – ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক থেকে
♦  এটি তৈরি করে ফ্রান্সের – থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি


• তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ আধুনিক ও বিলাসবহুল ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক।
• ১০ এপ্রিল ১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে উদ্বোধনী যাত্রার ষষ্ঠ দিনে অর্থাৎ
• ১৫ এপ্রিল ১৯১২ উত্তর- আটলান্টিক মহাসাগরের হিম শৈলের সাথে ধাক্কা খেলে জাহাজটির তলদেশে ফাটল ধরে এবং জাহাজটি ডুবে যায় ।
ধর্ম অধ্যায়ন হলো theology যার ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি বা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা । অন্যদিকে Psychology অর্থ মনোবিজ্ঞান, Philosophy অর্থ দর্শন আর Astrology অর্থ জ্যোতিষতত্ত্ব ।
পারদ ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে । পারদের ভর সংখ্যা ২০০.৫৯ । এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী ও একমাত্র তরল ধাতু । সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু হলো লোহা ( Fe ) । আর সোডিয়াম ধাতু পানিতে ভাসে ।
১৯৭৫ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান করা হয় । ৪ এপ্রিল ২০১৮ বাংলাদেশ সরকার ২৬টি ক্ষেত্রে 'জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৬' ঘোষণা করে । সেখানে তৌকির আহমেদ প্রিচালিত 'অজ্ঞাতনামা' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ বলে ঘোষিত হয় ।
Red letter day অর্থ স্মরণীয় দিন । শূন্যস্থানে red letter day বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ ১৬ ডিসেম্বর আমাদের জন্য স্মরণীয় দিন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ ।
- যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে ।
- টিউমার ও ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-৬০ ( 60Co ) আইসোটোপ ব্যবহার করা হয় ।
- আর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হলো মৌলিক কণা ।
বর্তমানে বিশ্বের তৈরি পোশাক শিল্পের শীর্ষ রপ্তানিকারক দেশ চীন । আর এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শত বার্ষিকীতে বন্ধুতের স্বীকৃতিস্বরূপ ফ্রান্স যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ্মানের কনিষ্ঠ সন্তান ছিলেন শেখ রাসেল । তিনি দশ বছর বয়সে ১৫ আগস্ট ১৯৭৫ বঙ্গবন্ধু শহিদ হওয়ার দিনেই শহিদ হন । আর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
যুক্তরাষ্ট্র একটি ফেডারেল প্রজাতন্ত্র । যেখানে ৫০টি অঙ্গরাজ্য একত্রিত হয়ে এ দেশ গঠন করে । ৫০তম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জ ১৯৫৯ সালে ফেডারেলভূক্ত হয় ।
সালফিউরিক এসিডের সংকেত H2SO4 । এক অনু সালফিউরিক এসিডে হাইড্রোজেন আছে ২টি, সালফার ১টি ও অক্সিজেন পরমাণু ৪টি । মোট পরমাণু ৭টি ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' গানটি রচনা করেন আবদুল গাফফার চৌধুরী । এ গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ । আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ ।
'শিখা চিরন্তন' রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা । এ স্থানটি ৭ মার্চের ভাষণ ও ১৬ ডিসেম্বরের পাক বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিবিজড়িত ।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্থান কারাগারে থেকে মুক্তিপান ১৯৭২ সালের ৮ জানুয়ারি । মুক্তির পর তিনি ইংল্যান্ড ও ভারত হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশে আগমন করেন ।
খাবার সোডার সংকেত হলো NaHCO। সোডা অ্যাশ এর সংকেত হলো Na2CO3 । একে সাজিমাটি বলে । HCl হলো এক ধরণের এসিড এবং ZnSO4 গলো লবণ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
নিশীখ সূর্যের দেশ বলা হয় ইউরোপের দেশ নরওয়েকে । ইতালি ও কানাডাকে বলা হয় যথাক্রমে ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ ও ম্যাপল পাতার দেশ এবং লিলি ফুলের দেশ ।
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' । এটি তার রচিত প্রথম কাব্যনাট্য । নবান্ন, ইবলিশ ও কীক্তনখোলা নাটকত্রয়ের রচিয়তা যথাক্রমে বিজন ভট্টাচার্য, মামুনুর রশীদ ও সেলিম আল দীন ।
৮ ডিসেম্বর ১৯৮৫ ঢাকায় প্রতিষ্ঠিত বর্তমানে ৮ সদস্যবিশিষ্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ।
মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত । উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয় । ব্যাঙের হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে । আরশোলার হৃৎপিণ্ডে তেরোটি থাকে ।
শালবন বিহার কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত । এটি ৬ষ্ঠ শতকে শ্রী ভবদেব নির্মাণ করেন । এ বৌদ্ধ বিহারের পূর্ব নাম ভবদেব মহাবিহার ।
২০১৯ সালের ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে । এ বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ১০টি । ১২তম বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে ৩০ মে আর শেষ হবে ১৫ জুলাই ।
ফুটবল খেলায় যে খেলা নিয়ন্ত্রণ করে তাকে আমরা referee বলে থাকি । Goal-keeper হলো গোলরক্ষক, coach হলো যে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয় আর captain অর্থ কোনো দলের প্রধান বা দলনেতা ।
২৪ অক্টোবর ১৯৪৫, ৫১টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ প্রথম আত্মপ্রকাশ করে । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত সদর দপ্তরভিত্তিক এ সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯৩টি । আর বর্তমান মহাসচিব অ্যান্টনি গুতেরেস ।
১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্থান সেনাবাহিনী বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করে । এ কারনে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় ।
-মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত ।
-এর পূর্ব নাম বৈদ্যনাথতলা ।
-৯৭১ সালের ১০ এপ্রিল এ স্থানের ভবের-পাড়া গ্রামের আমবাগানে মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠিত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালে প্রথমে সুইডেনের স্টকহোম অনুষ্ঠিত মানব পরিবেশ সম্মেলনে প্রতিষ্ঠা পায় । যা ১৯৭৪ সালের ৫ জুন বিশ্বব্যাপী প্রথমবারের মতো পালিত হয় এবং বর্তমানে ঐ দিনেই এ দিবস পালিত হচ্ছে ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0