"All parties state language movement committee" was formed on-

A 18 February, 1952

B 2 February, 1952

C 20 February, 1952

D 31 January, 1952

Solution

Correct Answer: Option D

- ভাষা আন্দোলনের গতি বৃদ্ধি করতে তমদ্দুন মজলিসের উদ্যোগে ১ অক্টোবর, ১৯৪৭ সালে প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- এ পরিষদের আহবায়ক ছিলেন অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া।
- এম আর মাহবুব এর লেখা ‘রাষ্ট্রভাষা-আন্দোলন ও একুশের প্রথম' গ্রন্থ অনুযায়ী, ২ মার্চ, ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে কামরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' সম্প্রসারণ করে প্রথম ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এ পরিষদের সদস্য ছিল ২৮ জন এবং আহ্বায়ক ছিলেন শামসুল আলম। [সূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়; ৯ম-১০ম শ্রেণি]।
- ৩১ জানুয়ারি, ১৯৫২ সালে আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর সভাপতিত্বে ভাষা আন্দোলনের গতিকে আরো তীব্র করার জন্য বিভিন্ন সংগঠনের ৪০ জন প্রতিনিধি নিয়ে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা; ৯ম-১০ম শ্রেণি]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions