পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (অফিস সহায়ক) - ৩১.০৫.২০২৪ (40 টি প্রশ্ন )
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য '।এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারুপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মান্তিক নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- সমাগম
- চৌরসন্ধি
- রাজা উপাখ্যান
- জাহান্নাম হইতে বিদায়
- দুই সৈনিক
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাংগী

♦ আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ:- দোজখের ওম;
♦ শওকত আলীর প্রথম উপন্যাস 'পিঙ্গল আকাশ ';
♦ মুনীর চৌধুরী রচিত নাটক ' পলাশী ব্যারাক'।
মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো। এটি একটি আউটপুট ডিভাইস।
লজিক্যাল চলক এবং লজিক্যাল অপারেশনসমূহের মাধ্যমে গঠিত গণিতকে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেবরা বলে। এটি যৌক্তিক/লজিক্যাল সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। সত্য এবং মিথ্যাকে যথাক্রমে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়।
- 0 এবং 1 এর বাইরে অর্থাৎ বাইনারি ব্যতীত বুলিয়ান অ্যালজেবরায় অন্য কিছুই ব্যবহৃত হয় না। 
- ১৮৫৪ সালে গণিতিবিদ জর্জ বুল (George Boole) এটি প্রতিষ্ঠা করেন। 
- বুলিয়ান অপারেশন তিনটি। যথা: AND (অ্যান্ড), OR (অর), NOT (নট)।

• ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে ।
• তৈলাক্ত মাছে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়।
• বন্ধ্যাত্ব মোকাবিলায় খুবই উপকারী ডিম। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই
বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও ব্যবহারঃ

১. হাইড্রোমিটার: তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র।
২. অডিওমিটার: শ্রবণশক্তি পরীক্ষা করা হয়।
৩. ব্যারোমিটার: বায়ুর চাপ মাপক যন্ত্র।
৪. ক্যালরিমিটার: তাপের পরিমাপ করা হয়।
৫. ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপক যন্ত্র।
৬. বেকম্যান থার্মোমিটার: এর দ্বারা তাপমাত্রার সামান্যতম পরিবর্তনকে লিপিবদ্ধ করা হয়।
৭. ক্লিনিক থার্মোমিটার: মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৮. ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা পরিমাপতে এই যন্ত্র ব্যবহৃত হয়।
৯. ডায়নামোমিটার: বৈদ্যুতিক ক্ষমতা মাপা হয়।
১০. স্পিডোমিটার: চলমান বস্তুর গতি নির্ধারণে ব্যবহার করা হয়।

শব্দের তীক্ষ্ণতা ৮৫ ডেসিবেলের বেশি হলে তা মানুষের জন্য ক্ষতিকর। ১২০-১৪০ ডিবি শব্দ কানে ব্যাথা ও সম্পূর্ন বধিরতা সৃষ্টি করতে পারে।
তড়িতচৌম্বক বর্ণালিতে থাকে দৃশ্যমান আলো, অবলোহিত বিকিরণ, বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স-রে রশ্মি ও গামা রশ্মি।
এদের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: -
বেতার তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রে রশ্মি > গামা রশ্মি।
CFC হচ্ছে ক্লোরো-ফ্লোরো কার্বন (Chlorofluorocarbon) এর সংক্ষিপ্ত রূপ। এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এটি বায়ুমন্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেনে পরিণত করে। CFC + 03 → 02 +.... অক্সিজেনে পরিণত হওয়ার কারণে সংশ্লিষ্ট ওজোন স্তর হালকা হয়ে অবশেষে ফুটো হয়ে যায় বা ফাটল সৃষ্টি হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি' বলেছেন। তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
• পৃথিবীর যে সকল দেশে নদী নেই- 

• আফ্রিকা
- কোমোরোস
- লিবিয়া

• আমেরিকার দেশ
- বাহামা দ্বীপপুঞ্জ

• এশিয়া
- বাহরাইন
- কুয়েত
- মালদ্বীপ
- ওমান
- কাতার
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ইয়েমেন

• ইউরোপ
- মাল্টা
- মোনাকো
- ভ্যাটিকান সিটি

• ওশেনিয়া
- কিরিবাস
- মার্শাল দ্বীপপুঞ্জ
- নাউরু
- টোঙ্গা
- টুভালু
- ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই ।
- ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে ।
- এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে ।
- যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '। এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।
- অটোভন বিসমার্ক ১৮৬২ সালে প্রশিয়ার (বর্তমান জার্মানি) প্রধানমন্ত্রী ও ১৮৭১ সালে চ্যান্সেলর নিযুক্ত হয়ে সামরিক শক্তিপ্রয়োগ তথা যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানির ঐক্য গড়তে সচেষ্ট হন।
- এটি পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত।
- তাকে আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয়। 
8x3+72x2+216x+216
= 8 . (37)3 + 72 . (37)2 + 216 . 37 + 216
= 8 . 50653 + 72 . 1369 + 7992 + 216
= 512000 
বাকী থাকে = (২০-৫) = ১৫ দিন
৫০০ জন লোকের খাবার মজুদ আছে = ১৫ দিনের
১ জন লোকের খাবার মজুদ আছে = (১৫×৫০০) দিনের
সুতরাং ৪০০জন লোকের খাবার মজুদ চলবে = (১৫×৫০০)/৪০০ দিন বা, ১৮(৩/৪) দিন।

           ৮৬৫৫ | ৯৩ 

           ৮১      | 

 ১৮৩  |  ৫৫৫ 

         |  ৫৪৯          

                ৬ 

   ∴ ৮৬৫৫ থেকে ৬ বিয়োগ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে । 


যেহেতু, ক্রয়মূল্য = ৬০০ টাকা

তাহলে, ৬০০ এর ১০% = ৬০০ x (৬০/১০০) = ৬০ 

৬০ টাকা লাভে বিক্রয়মূল্য = (৬০০ + ৬০) = ৬৬০ টাকা 

সুতরাং, ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হতো। 
ধরি, লব = ক
তাহলে, হর = ক+৪
ভগ্নাংশটি বর্গ করার পরে লব = ক
ভগ্নাংশটি বর্গ করার পরে হর = (ক+৪)  
প্রশ্নমতে,  
(ক+৪) = ক+৪০     [যেহেতু লব অপেক্ষা হর ৪০ বেশি] 
⇒ ক + ৮ক + ১৬ =   ক+৪০
⇒ ৮ক = ২৪
⇒ ক = ৩ 

এখন, 
লব = ৩
হর = ৩+৪ = ৭
∴ ভগ্নাংশটি = ৩/৭  

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
X + (1/X) = 4
⇒ {X + (1/X)}2 = 16
⇒ X2 + 2 . X . (1/X) + 1/X2 = 16 
⇒ X2 + 1/X2 = 16 -2 = 14 
4x+1 = 32
⇒ 22(x+1) = 25    
⇒ 2(x+1) = 5
⇒ x+1 = 5/2
⇒ x = 5/2 - 1
⇒ x = 3/2 
 

দেওয়া আছে, আসল, P= ৩০০০ টাকা
বছর, n = ৫
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২১৬ বর্গমিটার
ভূমি = ১৮ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ২১৬ = (১/২) × ১৮ × উচ্চতা
⇒ ৯ × উচ্চতা = ২১৬
⇒ উচ্চতা = ২১৬/৯
⇒ উচ্চতা = ২৪ মিটার
আমরা জানি, 
১ম রাশি/২য় রাশি = ৩য় রাশি/৪র্থ রাশি
⇒ ৮/৭ = ৩য় রাশি/১৪
⇒ ৩য় রাশি = (৮/৭) × ১৪ = ১৬
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু -A friend in need is a friend indeed. 
Who যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী Auxiliary verb + object এর subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + verb এর past participle form + ?

Active: Who is making the plan?
Passive: By whom is the plan being made?


Maiden Speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যদের প্রথম ভাষণ। Phrase টির অর্থ প্রকাশ পায় first speech দ্বারা।
সঠিক বাক্য - Swimming is a good exercise.
বিষয়টি বিবেচনাধীন - The matter is under consideration

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Take after অর্থ একইরুপ হওয়া বা সদৃশ হওয়া । সুতরাং He takes after his old mother - এর অনুবাদ সে তার বৃদ্ধ মায়ের মতো ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0