শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য '।এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারুপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মান্তিক নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য। তাঁর অন্যান্য উপন্যাস হলো : - সমাগম - চৌরসন্ধি - রাজা উপাখ্যান - জাহান্নাম হইতে বিদায় - দুই সৈনিক - পতঙ্গ পিঞ্জর - রাজসাক্ষী - জলাংগী
♦ আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ:- দোজখের ওম; ♦ শওকত আলীর প্রথম উপন্যাস 'পিঙ্গল আকাশ '; ♦ মুনীর চৌধুরী রচিত নাটক ' পলাশী ব্যারাক'।
লজিক্যাল চলক এবং লজিক্যাল অপারেশনসমূহের মাধ্যমে গঠিত গণিতকে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেবরা বলে। এটি যৌক্তিক/লজিক্যাল সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। সত্য এবং মিথ্যাকে যথাক্রমে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়।
- 0 এবং 1 এর বাইরে অর্থাৎ বাইনারি ব্যতীত বুলিয়ান অ্যালজেবরায় অন্য কিছুই ব্যবহৃত হয় না।
- ১৮৫৪ সালে গণিতিবিদ জর্জ বুল (George Boole) এটি প্রতিষ্ঠা করেন।
- বুলিয়ান অপারেশন তিনটি। যথা: AND (অ্যান্ড), OR (অর), NOT (নট)।
• ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে । • তৈলাক্ত মাছে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। • বন্ধ্যাত্ব মোকাবিলায় খুবই উপকারী ডিম। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই
CFC হচ্ছে ক্লোরো-ফ্লোরো কার্বন (Chlorofluorocarbon) এর সংক্ষিপ্ত রূপ। এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এটি বায়ুমন্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেনে পরিণত করে। CFC + 03 → 02 +.... অক্সিজেনে পরিণত হওয়ার কারণে সংশ্লিষ্ট ওজোন স্তর হালকা হয়ে অবশেষে ফুটো হয়ে যায় বা ফাটল সৃষ্টি হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। - BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। - এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে। - এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি' বলেছেন। তাঁর বিখ্যাত পঙ্ক্তি- - ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।' - ‘সই কেবা শুনাইল শ্যাম নাম। - 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। - এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। - বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
- ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই । - ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে । - এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে । - যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '। এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।
- অটোভন বিসমার্ক ১৮৬২ সালে প্রশিয়ার (বর্তমান জার্মানি) প্রধানমন্ত্রী ও ১৮৭১ সালে চ্যান্সেলর নিযুক্ত হয়ে সামরিক শক্তিপ্রয়োগ তথা যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানির ঐক্য গড়তে সচেষ্ট হন। - এটি পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত। - তাকে আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয়।
বাকী থাকে = (২০-৫) = ১৫ দিন ৫০০ জন লোকের খাবার মজুদ আছে = ১৫ দিনের ১ জন লোকের খাবার মজুদ আছে = (১৫×৫০০) দিনের সুতরাং ৪০০জন লোকের খাবার মজুদ চলবে = (১৫×৫০০)/৪০০ দিন বা, ১৮(৩/৪) দিন।
Who যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure: Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী Auxiliary verb + object এর subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + verb এর past participle form + ?
Active: Who is making the plan? Passive: By whom is the plan being made?
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।