পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (অফিস সহায়ক) - ৩১.০৫.২০২৪ (40 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য '।এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারুপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মান্তিক নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- সমাগম
- চৌরসন্ধি
- রাজা উপাখ্যান
- জাহান্নাম হইতে বিদায়
- দুই সৈনিক
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাংগী

♦ আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ:- দোজখের ওম;
♦ শওকত আলীর প্রথম উপন্যাস 'পিঙ্গল আকাশ ';
♦ মুনীর চৌধুরী রচিত নাটক ' পলাশী ব্যারাক'।
i
ব্যাখ্যা (Explanation):
মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো। এটি একটি আউটপুট ডিভাইস।
i
ব্যাখ্যা (Explanation):
লজিক্যাল চলক এবং লজিক্যাল অপারেশনসমূহের মাধ্যমে গঠিত গণিতকে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেবরা বলে। এটি যৌক্তিক/লজিক্যাল সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। সত্য এবং মিথ্যাকে যথাক্রমে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়।
- 0 এবং 1 এর বাইরে অর্থাৎ বাইনারি ব্যতীত বুলিয়ান অ্যালজেবরায় অন্য কিছুই ব্যবহৃত হয় না। 
- ১৮৫৪ সালে গণিতিবিদ জর্জ বুল (George Boole) এটি প্রতিষ্ঠা করেন। 
- বুলিয়ান অপারেশন তিনটি। যথা: AND (অ্যান্ড), OR (অর), NOT (নট)।
i
ব্যাখ্যা (Explanation):
• ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে ।
• তৈলাক্ত মাছে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়।
• বন্ধ্যাত্ব মোকাবিলায় খুবই উপকারী ডিম। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই
i
ব্যাখ্যা (Explanation):
বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও ব্যবহারঃ

১. হাইড্রোমিটার: তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র।
২. অডিওমিটার: শ্রবণশক্তি পরীক্ষা করা হয়।
৩. ব্যারোমিটার: বায়ুর চাপ মাপক যন্ত্র।
৪. ক্যালরিমিটার: তাপের পরিমাপ করা হয়।
৫. ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপক যন্ত্র।
৬. বেকম্যান থার্মোমিটার: এর দ্বারা তাপমাত্রার সামান্যতম পরিবর্তনকে লিপিবদ্ধ করা হয়।
৭. ক্লিনিক থার্মোমিটার: মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৮. ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা পরিমাপতে এই যন্ত্র ব্যবহৃত হয়।
৯. ডায়নামোমিটার: বৈদ্যুতিক ক্ষমতা মাপা হয়।
১০. স্পিডোমিটার: চলমান বস্তুর গতি নির্ধারণে ব্যবহার করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
শব্দের তীক্ষ্ণতা ৮৫ ডেসিবেলের বেশি হলে তা মানুষের জন্য ক্ষতিকর। ১২০-১৪০ ডিবি শব্দ কানে ব্যাথা ও সম্পূর্ন বধিরতা সৃষ্টি করতে পারে।
i
ব্যাখ্যা (Explanation):
তড়িতচৌম্বক বর্ণালিতে থাকে দৃশ্যমান আলো, অবলোহিত বিকিরণ, বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স-রে রশ্মি ও গামা রশ্মি।
এদের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: -
বেতার তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রে রশ্মি > গামা রশ্মি।
i
ব্যাখ্যা (Explanation):
CFC হচ্ছে ক্লোরো-ফ্লোরো কার্বন (Chlorofluorocarbon) এর সংক্ষিপ্ত রূপ। এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এটি বায়ুমন্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেনে পরিণত করে। CFC + 03 → 02 +.... অক্সিজেনে পরিণত হওয়ার কারণে সংশ্লিষ্ট ওজোন স্তর হালকা হয়ে অবশেষে ফুটো হয়ে যায় বা ফাটল সৃষ্টি হয়।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি' বলেছেন। তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
i
ব্যাখ্যা (Explanation):
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
i
ব্যাখ্যা (Explanation):
• পৃথিবীর যে সকল দেশে নদী নেই- 

• আফ্রিকা
- কোমোরোস
- লিবিয়া

• আমেরিকার দেশ
- বাহামা দ্বীপপুঞ্জ

• এশিয়া
- বাহরাইন
- কুয়েত
- মালদ্বীপ
- ওমান
- কাতার
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ইয়েমেন

• ইউরোপ
- মাল্টা
- মোনাকো
- ভ্যাটিকান সিটি

• ওশেনিয়া
- কিরিবাস
- মার্শাল দ্বীপপুঞ্জ
- নাউরু
- টোঙ্গা
- টুভালু
i
ব্যাখ্যা (Explanation):
- ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই ।
- ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে ।
- এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে ।
- যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '। এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।
i
ব্যাখ্যা (Explanation):
- অটোভন বিসমার্ক ১৮৬২ সালে প্রশিয়ার (বর্তমান জার্মানি) প্রধানমন্ত্রী ও ১৮৭১ সালে চ্যান্সেলর নিযুক্ত হয়ে সামরিক শক্তিপ্রয়োগ তথা যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানির ঐক্য গড়তে সচেষ্ট হন।
- এটি পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত।
- তাকে আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয়। 
i
ব্যাখ্যা (Explanation):
8x3+72x2+216x+216
= 8 . (37)3 + 72 . (37)2 + 216 . 37 + 216
= 8 . 50653 + 72 . 1369 + 7992 + 216
= 512000 
i
ব্যাখ্যা (Explanation):
বাকী থাকে = (২০-৫) = ১৫ দিন
৫০০ জন লোকের খাবার মজুদ আছে = ১৫ দিনের
১ জন লোকের খাবার মজুদ আছে = (১৫×৫০০) দিনের
সুতরাং ৪০০জন লোকের খাবার মজুদ চলবে = (১৫×৫০০)/৪০০ দিন বা, ১৮(৩/৪) দিন।
i
ব্যাখ্যা (Explanation):

           ৮৬৫৫ | ৯৩ 

           ৮১      | 

 ১৮৩  |  ৫৫৫ 

         |  ৫৪৯          

                ৬ 

   ∴ ৮৬৫৫ থেকে ৬ বিয়োগ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে । 

i
ব্যাখ্যা (Explanation):
যেহেতু, ক্রয়মূল্য = ৬০০ টাকা

তাহলে, ৬০০ এর ১০% = ৬০০ x (৬০/১০০) = ৬০ 

৬০ টাকা লাভে বিক্রয়মূল্য = (৬০০ + ৬০) = ৬৬০ টাকা 

সুতরাং, ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হতো। 
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, লব = ক
তাহলে, হর = ক+৪
ভগ্নাংশটি বর্গ করার পরে লব = ক
ভগ্নাংশটি বর্গ করার পরে হর = (ক+৪)  
প্রশ্নমতে,  
(ক+৪) = ক+৪০     [যেহেতু লব অপেক্ষা হর ৪০ বেশি] 
⇒ ক + ৮ক + ১৬ =   ক+৪০
⇒ ৮ক = ২৪
⇒ ক = ৩ 

এখন, 
লব = ৩
হর = ৩+৪ = ৭
∴ ভগ্নাংশটি = ৩/৭  

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
X + (1/X) = 4
⇒ {X + (1/X)}2 = 16
⇒ X2 + 2 . X . (1/X) + 1/X2 = 16 
⇒ X2 + 1/X2 = 16 -2 = 14 
i
ব্যাখ্যা (Explanation):
4x+1 = 32
⇒ 22(x+1) = 25    
⇒ 2(x+1) = 5
⇒ x+1 = 5/2
⇒ x = 5/2 - 1
⇒ x = 3/2 
 
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে, আসল, P= ৩০০০ টাকা
বছর, n = ৫
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২১৬ বর্গমিটার
ভূমি = ১৮ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ২১৬ = (১/২) × ১৮ × উচ্চতা
⇒ ৯ × উচ্চতা = ২১৬
⇒ উচ্চতা = ২১৬/৯
⇒ উচ্চতা = ২৪ মিটার
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, 
১ম রাশি/২য় রাশি = ৩য় রাশি/৪র্থ রাশি
⇒ ৮/৭ = ৩য় রাশি/১৪
⇒ ৩য় রাশি = (৮/৭) × ১৪ = ১৬
i
ব্যাখ্যা (Explanation):
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু -A friend in need is a friend indeed. 
i
ব্যাখ্যা (Explanation):
Who যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী Auxiliary verb + object এর subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + verb এর past participle form + ?

Active: Who is making the plan?
Passive: By whom is the plan being made?

i
ব্যাখ্যা (Explanation):
Maiden Speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যদের প্রথম ভাষণ। Phrase টির অর্থ প্রকাশ পায় first speech দ্বারা।
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক বাক্য - Swimming is a good exercise.
i
ব্যাখ্যা (Explanation):
বিষয়টি বিবেচনাধীন - The matter is under consideration

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Take after অর্থ একইরুপ হওয়া বা সদৃশ হওয়া । সুতরাং He takes after his old mother - এর অনুবাদ সে তার বৃদ্ধ মায়ের মতো ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0