The ALU of a computer, normally contains a number of high-speed storage element, is called-
A Semiconductor Memory
B Hard Disks
C Magnetic Disks
D Registers
Solution
Correct Answer: Option D
- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট তথ্য- উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ চলার সময় বা প্রোগ্রাম নির্বাহের সময় গাণিতিক যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশের অসংখ্য স্থানে অস্থায়ীভাবে বিভিন্ন উপাত্ত ও নির্দেশ জমা থাকে।
- তথ্য মজুদের স্থানগুলোকে বলা হয় Register. Register-এ অল্প সময়ের জন্য তথ্য সংরক্ষিত থাকে।
- ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি বলে Register এর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।