ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটার দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়?
Correct Answer: Option C
ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ।
৬+৭ = ১৩ > ১১ ত্রিভুজ অঙ্কন সম্ভব ।
৩+৮ = ১১ > ৮ " " "
১৪ + ১২ = ২৬ < ২৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় ।
১৩ + ৮ = ২১ > ২০ ত্রিভুজ অঙ্কন সম্ভব ।
১৪, ১২ ও ২৮ বাহুগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions